বাগেরহাটে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে, নিহত-১, বাস চালক আহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলা রাঢ়িপাড়া এলাকায় মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়েছে। এতে রাকিব মল্লিক (২৬) নামের একজন যাত্রী নিহত এবং বাসটির চালক মো সাগর মারাত্বক আহত হয়েছেন।
নিহত রাকিব মল্লিক মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের হারুন মল্লিকের ছেলে।
বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার বিটিসি নিউজকে জানান, বাগেরহাট-মোড়েলগঞ্জ সড়কের কচুয়া উপজেলার রাঢ়িপাড়া এলাকায় মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি দোকানের উপর উঠিয়ে দিয়ে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা ছুটে এসে বাসযাত্রী রাকিব ও বাস চালক সাগর কে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে রাকিব কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আর বাস চালক সাগর কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। অপর দিকে সড়ক দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.