বাগাতিপাড়ায় কৃষি জমিতে পুকুর খননের দায়ে ভেকু মালিকের জেল


নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় কৃষি জমিতে অনুমোদনহীন পুকুর খননের অভিযোগে আরজু আলী (২৯) নামের এক ভেকু মালিককে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা’র আদালত এ আদেশ দেন। দন্ডাদেশ প্রাপ্ত আরজু নাটোর সদরের জংলী গ্রামের আকবর আলীর ছেলে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার হরিরামপুর এলাকায় কৃষি জমিতে অনুমোদন না নিয়ে তিনটি পুকুর খননের খবর পেয়ে এক অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা। সেখানে পুকুর খননের কাজে ভেকু ব্যবহার করার দায়ে ভেকু মালিক আরজুকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে তাকে সাত দিনের করাভোগের আদেশ দেন।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা বলেন, এ ধরনের অভিযান অব্যহত থাকবে। #

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি মোঃ খান মামুন।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.