বাগমারায় লকডাউন বাস্তবায়নে অভিযান ও জরিমানা আদায়


বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় লকডাউন বাস্তবায়নে অভিযানে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলতে ভবানীগঞ্জ বাজারসহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করেছেন।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ অভিযানে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে ব্যবসায়ী সহ তিনজন এবং উপজেলার কালিগঞ্জ বাজারে একজন মটর সাইকেল চালকসহ চার জনের নিকট থেকে সাত হাজার একশত টাকা জরিমানা আদায় করেন।
অভিযানকালে তিনি বিনা প্রয়োজনে কেউ যেন এখানে সেখানে ঘুরাফেরা না করে সে ব্যাপারে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। তিনি মাস্ক পরার বাধ্যতা করতে সকলকে আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.