বাগমারায় বেগম রোকেয়া দিবস পালিত


বাগমারা প্রতিনিধি: ‘শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সেই সাথে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মহিলা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মিলানয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদার পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান শিবলী, সফল নারী জননী জেসমিন আরা ইতি প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী শায়লা আকতার লিজা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু ক্ষেত্রে কাজল রেখা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ফাইমা বিবি এবং সফল জননী নারী হিসেবে জেসমিন আরা ইতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.