সান্তাহার চার জুয়াড়ী গ্রেফতার, সরঞ্জাম উদ্ধার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে তাসের মাদ্যমে জুয়া খেলার সময় টাকা ও সরঞ্জামসহ চার জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (৭ ডিসেম্বর) রাতে সান্তাহার মালগুদাম চামড়াপট্রি এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার সদর উপজেলার বোয়ালিয়া মন্ডলপাড়া গ্রামের মোঃ উজ্জলের ছেলে বাপ্পি (২২), ভবানীপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে ইমন (১৯), সান্তাহার পৌরসভার লোকো পশ্চিম কলোনির খলিলের ছেলে ফিরোজ (৩০), উপরপোঁওতার মোহাম্মদ মন্টুর ছেলে রবিন (৩৩)।
এ ব্যাপারে থানায় জুয়া আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার রাতে পৌরসভার মালগুদাম চামড়াপট্টি এলাকায় তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সেখানে অভিযান চালিয়ে উল্লেখিত চারজন জুয়াড়ীকে গ্রেফতার ও ঘটনাস্থল থেকে জুয়া খেলার তাস, টাকা সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.