বাগমারায় বীর মুক্তিযোদ্ধা মুনসুর রহমানের ইন্তেকাল


বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি মহল্লার বীরমুক্তিযোদ্ধা মুনসুর রহমান বুধবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে— রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার দুপুর বার ঘটিকার সময় ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসা চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, মুক্তিযোদ্ধা খয়বর আলী, আনিছুর রহমান, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান, বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহাবুবুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
জানাযা নামাজের ইমামতি করেন বিশিষ্ট আলেমে দীন মাওলানা মোফাজ্জল হোসেন। এছাড়া জানাযার পুর্বে মরহুমের বড় ছেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু রায়হান পিতার রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.