বাইডেন ৩০ আগস্ট ইউক্রেন নেতাকে স্বাগত জানাবেন : হোয়াইট হাউস

(বাইডেন ৩০ আগস্ট ইউক্রেন নেতাকে স্বাগত জানাবেন : হোয়াইট হাউস–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৩০ আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি’কে স্বাগত জানাবেন। প্রেস সেক্রেটারি জেন সাকি একথা জানিয়েছেন।
এ সময় কিয়েভ রাশিয়া মদদ পুষ্ট বিচ্ছিন্নতা বাদীদের সাথে ইউক্রেনের দীর্ঘ লড়াইয়ে আরো সহযোগিতার জন্য চাপ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াশিংটন মস্কোর সাথে বিরোধের ক্ষেত্রে দীর্ঘ দিন ধরে কিয়েভকে সমর্থন দিয়ে আসছে এবং প্রাথমিকভাবে এই জুলাইতেই যুক্তরাষ্ট্র সফরে জেলানস্কি’কে আমন্ত্রণ জানানো হয়েছিল।
এক বিবৃতিতে সাকি বলেন, ‘এই সফরে দনবাস ও ক্রিমিয়ায় রাশিয়ার চলমান আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূ-খ-গত অখ-তার প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন নিশ্চিত করা হবে।’ (সূত্র: এএফপি) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.