বাংলাদেশ উন্নয়নশীল হতে উন্নত দেশে পরিনত হতে যাচ্ছে : খুলনা বিভাগীয় কমিশনার 

খুলনা ব্যুরো:  খুলনা বিভাগীয় কমিশনার ড: মু: আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল হতে উন্নত দেশে পরিনত হতে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে গ্রামীন অবকাঠামোগত উন্নয়ন সহ সর্বস্তরের মানুষের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। এ কারনে বাংলাদেশ বর্তমানে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে।
শেখ হাসিনা সরকার দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে নানামুখী যুগোপযোগী পদক্ষেপ গ্রহন করেছে।
তিনি করোনা ভাইরাস নিয়ে বর্তমান সরকারের নানামূখী পদক্ষেপের কথা তুলে ধরেন এবং পরিচ্ছন্ন পরিবেশে সকলকে বসবাস করার আহবান জানান।
তিনি আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে সেনের বাজার ফেরীঘাট চত্বরে আইচগাতী ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক পরিচ্ছন্ন গ্রাম -পরিচ্ছন্ন শহর কার্যক্রমের পরিচালনা এবং সিসিটিভির উদ্বোধন করেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, অধ্যাপক ফেরদৌস আহম্মেদ, সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব মল্লিক বাবু, প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন প্রমুখ।
এরপর প্রধান অতিথি সেনের বাজার ঘাটে করোনা ভাইরাস সম্পর্কে লিফলেট বিতরন এবং সরকারি বঙ্গবন্ধু কলেজ সম্মূখে বঙ্গবন্ধুর নিজ হাতে রোপিত নারকেল গাছ হতে সৃষ্ট চারা রোপন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.