বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী’র সঙ্গে সাক্ষাতে আনন্দিত জয়শঙ্কর

 

বিটিসি নিউজ ডেস্ক: উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে কানেক্টিভি সম্মেলনের ফাঁকে সাইড লাইনে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বৈঠকে ঢাকা নয়া দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার জন্য অনন্য সুযোগ বলে অভিহিত করেছেন জয়শঙ্কর।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) তাসখন্দে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠকের পর এক টুইট বার্তায় এ কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
টুইটে জয়শঙ্কর লেখেন, তাসখন্দ কানেক্টিভিটি কনফারেন্সের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। আমাদের সংযোগের বিভিন্ন দিকসহ দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করার জন্য এটি একটি অনন্য সুযোগ।
তাসখন্দে দুদিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বুধবার (১৪ জুলাই) সকালে দেশটি উদ্দেশে রওনা হন ড. মোমেন। এ সফরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইয়েভের সঙ্গে বৈঠক করবেন। তাছাড়া মোমেন সাইড লাইনে বৈঠক করবেন চীন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও সের্গেই ল্যাভরভের সঙ্গে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.