টিকার রেজিস্ট্রেশন-ভ্যাক্সিনেশন কার্যক্রম জোরদার করণে রাসিক মেয়রের বৈঠক

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগরীতে করোনার টিকার রেজিস্ট্রশন ও ভ্যাক্সিনেশন কার্যক্রম জোরদারকরণের ব্যাপারে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সিভিল সার্জন সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
আজ বৃহস্পতিবার রাত ৮টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় রাসিক মেয়র বলেন, করোনার টিকা নিতে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মহানগরবাসীকে সুরক্ষার জন্য সকল নাগরিককে টিকা দিতে হবে। এজন্য সবার সমন্বয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ হাবিবুল আহসান তালুকদার বলেন, সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য ইতোমধ্যে ১৮ হাজার ডোজ ভ্যাক্সিন পাওয়া গেছে। শিগগিরই আরো ১৮ হাজার ডোজ ভ্যাক্সিন পাওয়া যাবে। সরকার দেশে বিপুল সংখ্যক ভ্যাক্সিন আনার উদ্যোগ নিয়েছে। আশা করছি আগামীতে ভ্যাক্সিন প্রাপ্তির সমস্যা থাকবে না।
বৈঠকে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মোঃ কাইয়ুম তালুকদার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.