বাংলাদেশ’র সঙ্গে যুক্তরাষ্ট্র’র সম্পর্কের পরিবর্তন হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট আসায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ রবিবার (০৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুর কোনো খুনিকে নতুন প্রশাসন আশ্রয় দেবে না উল্লেখ করে খুনিদের হস্তান্তর করবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এই নির্বাচনে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না। তবে মনে করি আরও কিছু কমন গ্রাউন্ডে গভীরভাবে কাজ করা সুযোগ হবে।

মাইগ্রেশন ইস্যুতে, ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে, মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে এই বিষয়গুলোতে নতুন প্রশাসন আমাদের মতো রাষ্ট্রগুলোর যে প্রত্যাশা সে প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.