বর্ষা মওসুমে বাগমারায় প্রচুর দেশি প্রজাতির মাছের সমারোহ


বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারা ও তার আসে পাশে এলাকায় এবারে বর্ষা মওসুমে হাট বাজারে দেখা মিলছে প্রচুর দেশি প্রজাতির মাছ। খরাপীড়িত বরেন্দ্র এলাকায় বিগত বছরে আষাঢ় মাসেও তেমন বৃষ্টি হয়নি। আশানুরুপ বৃষ্টি না হওয়ায় অধিকাংশ নদ-নদী, খাল-বিল পানি খরা মওসুমের শুরুতে শুন্য হয়ে পড়ে।
এতে দেশি প্রজাতির মাছের প্রজন্মতা কমে যায়। পুকুর গুলোতে দেশি মাছের বদলে বাজারে জায়গা দখল করেছে চাষ করা মাছ পাঙ্গাস, তেলাপিয়া, ক্রসও কাপসহ বিভিন্ন ধরনের মাছ। কয়েক বছরে কম বর্ষায় জেলেরা মাছের সন্ধ্যানে এদিক সেদিক ছুটাছুটি করেছে। খেয়া জাল সহ মাছ ধরার নানান সামগ্রী নিয়ে নদী খাল বিলে নেমে দিন শেষে যা জুটে, তা দিয়ে পরিবার চালানো দায় হয়ে পড়ে তাদের।
সরেজমিন উপজেলা বিভিন্ন খাল বিল এলাকা ঘুরে ও জেলেদের সাথে কথা বলে জানা গেছে তাদের দূর্ভোগের কথা। তবে এবারে বর্ষার পানিতে প্রচুর পরিমান দেশি মাছ দেখা যাচ্ছে।
স্থানীয় জেলেরা জানান, এবারে মওসুমে পরিমিত বৃষ্টি হওয়ায় বিল, পুকুর, নদী-নালায় প্রচুর পানি জমা হয়েছে। বিগত কয়েক বছর এ সময় বাগমারার নদী খাল বিল সহ ছোট খাট ডোবা পানি তেমন জমা হয়নি। ফলে মাছের প্রজন্মগত ব্যবধান ঘটে। সেই সাথে এলাকায় দেশি মাছের আকাল দেখা যায়।
এ সময়ে জেলেদের ব্যাপক চেষ্টার ফলে কোথাও যৎসামান্য ছোট মাছ মিললেও আকাশ ছোঁয়া দামের কারণে তা সাধারনের নাগালেই থেকে যায়। এবারে বর্ষা কালের প্রায় শেষ মূহূর্ত প্রচুর পানি হয়। পানিতে খাল বিলে প্রচুর মাছ রয়েছে। এলাকার লোক তাদের জাল, খোলসন, কুঁচ, বর্শি নিয়ে মাছ ধরতে নেমে পড়ছে। মাছ ধরার জন্য জেলেদের সঙ্গে সাধারণ মানুষরা হুমড়ি খেয়ে পড়েছে। জেলেরা প্রচুর পরিমান মাছ পেয়ে খুশি। এ যেন সে হারানো দিনগুলোর মত। এদিকে বাজারে দেশি মাছ বেশীতে কম দামে ক্রেতারা পেয়ে বেজায় খুশি।
উপজেলার বালানগর গ্রামের জেলে মুকবুল হোসেন বলেন, প্রতি বর্ষা মওসুমে এলাকায় মাছ মিললেও এবারে বেশী মাছের আমদানি। তিনি নিজে প্রতি দিনই মাছ মেরে বাজারে বিক্রি করছেন। বেশী মাছ পাওয়ার কারণে বাজারে মাছের দাম কম। তবে যে পরিমান তিনি মাছ পাচ্ছেন তাতে ওই দামে বেশ পুষছে বলে জানান তিনি।
সরেজমিনে গত কয়েক দিন ধরে উপজেলার ভবানীগঞ্জ, একডালা, মচমইল, মোহনগঞ্জ বাজারে ঘুরে দেখা গেছে, দেশি মাছের প্রচুর সমারোহ।
উপজেলার গোপালপুর গ্রামের মোজাম্মেল হক, শ্যামপুর গ্রামের আব্দুল করিম, ভবানীগঞ্জ বাজারের কলেজ শিক্ষক আনিসুর রহমান সহ অনেকে বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বাজারে দেশি প্রজাতির পুঁটি, টেংরা, পবদা, বেয়াল, কই, শিং, টাকি, চাঁদা, গুচি মাছের বেশ মিলছে। দামও নাগালের মধ্যে হবার কারণে তাঁরা সহ ক্রেতারা খুশি বলে জানিয়েছেন তাঁরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.