বরগুনায় নিখোঁজের দুদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

 

বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় নিখোঁজের দুই দিন পর সুখী আক্তার (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ বরগুনা সদর হাসাপাতালের মার্গে পাঠানো হয়।
আজ শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের নকরি খেয়াঘাট এলাকার সড়কের পাশে ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুখী আক্তার একই এলাকার হাসান সর্দারের স্ত্রী ও উপজেলার করাইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা এলাকার বাবুল ফকিরের মেয়ে।
পুলিশ ও স্বজনরা জানান, গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হন গৃহবধূ সুখী আক্তার। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে নকরি খেয়াঘাট এলাকার সড়কের পাশে ঝোপঝাড়ে তার মরদেহ পাওয়া যায়।
নিহতের বাবা বাবুল ফকির বলেন, ‘আমার আদরের মেয়েটাকে মেরে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বিটিসি নিউজকে বলেন, সুখী আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এর বাইরে কিছু বলা যাবে না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরগুনা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শফিক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.