বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়া, ১৩ জনের মৃত্যু

বিটিসি আন্তর্জাতিক ডেস্কঅস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের পরিস্থিতি সবচেয়ে খারাপ। তলিয়ে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা।
তবে পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে গেল কয়েকদিনের ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। স্থবির হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
বন্যায় দুর্ভোগে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটেছে। তবে পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে বলে জানায় প্রশাসন।
দেশটির কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য থেকে এরইমধ্যে কয়েকহাজার স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাসিন্দারা জানান, শুধু বাড়িঘরই নয়, সেখানে থাকা শিল্প-কারখানাগুলোও ডুবে গেছে। তবে উদ্ধারকর্মীদের সহযোগিতায় তারা এখনও টিকে আছেন বলে জানান।
এদিকে, আরও কিছুদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে সিডনিসহ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি শহরে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.