পাকিস্তানের জলসীমায় ঢুকতে পারল না ভারতীয় সাবমেরিন

বিটিসি আন্তর্জাতিক ডেস্কপাকিস্তানের জলসীমায় প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ভারতের একটি সাবমেরিন।
পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার জানান, গত মঙ্গলবার ভারতের কলভেরি ক্লাসের আধুনিক একটি সাবমেরিনকে জলসীমা লঙ্ঘনের অনুমতি দেয়নি পাকিস্তানের নৌবাহিনী। সাবমেরিন পাঠানোর উদ্দেশ্য স্পষ্ট নয় বলেও তিনি জানিয়েছেন।
বাবর ইফতিখার আরও বলেন, গত পাঁচ বছরের মধ্যে এটি এ ধরনের চতুর্থ ঘটনা। পাঁচ মাস আগেও পাকিস্তান ভারতের একটি সাবমেরিনকে তাদের জলসীমায় প্রবেশের সময় বাধা দেয়। পাকিস্তানি বাহিনীর বাধার মুখে সাবমেরিনটি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়।
১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পাওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। পরমাণু শক্তিধর দেশ দুইটি চারবার পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়ায়।
২০১৯ সালে ভারতের অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন সম্পর্কিত ভারতীয় সংবিধানের ধারা বাতিলের পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.