ফের কামব্যাকের গল্প লিখে ফাইনালে রিয়াল

বিটিসি স্পোর্টস ডেস্ক: পিছিয়ে পড়েও ফিরে আসাকে শিল্পে পরিণত করেছে রিয়াল মাদ্রিদ। সম্প্রতি সময়ে ম্যাচে পিছিয়ে পড়েও রিয়ালের এমন ফিরে আসা বহুবার দেখেছে ফুটবল বিশ্ব। কামব্যাকের সেই গল্প আরও একবার লিখলো লস ব্লাঙ্কোরা। এতেই বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
বুধবার (৮ মে) সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। ম্যাচে প্রথমে আলফানসো ডেভিসের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ম্যাচের শেষ দিকে বদলি নামা জোসেলুর জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোরা।
বিরতি থেকে ফিরে গোলের আশায় মরিয়া হয়ে খেলতে থাকে রিয়াল। বেশকিছু আক্রমণ করলেও তা আটকে যায় নুয়্যারের কাছে। উল্টো ম্যাচের ৬৮ মিনিটে দারুণ এক গোল করে বায়ার্নকে এগিয়ে দেন আলফানসো ডেভিস।
এরপর বদলি হিসেবে মাঠে নামেন জোসেলু। ম্যাচের ৮৮ থেকে ৯১ এই তিন মিনিটের মাথায় দু’বার বায়ার্নের জালে বল পাঠান জোসেলু। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয়ে ফাইনালে পা রাখে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মোকাবিলা করবে রিয়াল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.