বনের ক্ষতি করলে আদিবাসী বলে বিবেচনা করবো না : বনমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশে এখনও বন ও বন্যপ্রাণী অনেক সমৃদ্ধ। এটা ধরে রাখতে হবে। বন থাকলে বন্যপ্রাণী থাকবে। বন যদি না থাকে বন্যপ্রাণী রক্ষা করা যাবে না। ’
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁও বন ভবন হৈমন্তি মিলনায়তনে ‘টেকসই বন ও সমৃদ্ধ বাংলাদেশ’ বিষয়ক শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে বন অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।
বনের অনেক দাবিদার আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আদিবাসীরা বনে বসবাস করেন। তারা যদি বনের ক্ষতি করেন, তাহলে তাদের আদিবাসী বলা যাবে না। সুতরাং আদিবাসীদের আমরা অনুরোধ করবো, আপনাদের দ্বারা যখন বন ক্ষতিগ্রস্ত হবে, তখন আপনাদের আদিবাসী বলে আমরা আর বিবেচনায় রাখবো না। আদিবাসী হয়ে যদি আপনি বনে বসবাস করতে চান, তাহলে আপনার চারপাশ সংরক্ষণ করতে হবে। ’
মন্ত্রী বলেন, ‘অনেকেই সংরক্ষিত বনের মধ্যে বাড়িঘর করেছেন। এসব বিষয়ে আমরা একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। দেশের মানুষকে উদ্বুদ্ধ করে এবং আইন ও বিধিবিধান অনুসারে এ সংরক্ষিত এলাকা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। ’
তিনি বলেন, ‘বঙ্গোপসাগরের পাশ দিয়ে যে সুন্দরবন আছে সেটি হলো আমাদের ব্যারিয়ার। সুন্দরবন যদি রক্ষা করা না হয়, তাহলে একদিন খুলনা, বরিশাল, পটুয়াখালীর কিছু অংশ সমুদ্রে ডুবে যাবে। একবার যদি সুন্দরবন ধ্বংস হয়ে যায়, তাহলে বঙ্গোপসাগরের ভাঙন সৃষ্টি হবে। তা থেকে আর রক্ষা পাওয়া যাবে না। দেশে যত কিছু হয়েছে আইলা, ঘূর্ণিঝড় সবকিছু থেকেই এ সুন্দরবন রক্ষা করেছে। ’
বন অধিদপ্তর প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হাসান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, পরিবেশ অধিদপ্তর মহাপরিচালক ড. এ. কে. এম রফিক আহম্মদ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.