বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে ইঞ্জিন বিকল হয়েই ডুবে যায় এমভি আরগো, ১৫২টি কন্টেইনারসহ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর পায়রাবন্দরের কাছাকাছি বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে  ইঞ্জিন বিকল হয়ে ডুবে যায় ১৫২টি কন্টেইনারবাহী জাহাজ এমভি আরগো। মোবাইল ধারণ করা একটি ভিডিও এমনটা স্পষ্ট হয়ে ওঠে।

গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে কলকাতা বন্দরের উদ্দেশে ছেড়ে যায় এমভি আরগো। ভোর ৪টার দিকে পায়রাবন্দরের কাছেই পায়রা ফেয়ারওয়ার বয়ার সামনে গিয়ে উত্তাল ঢেউয়ে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

এ সময় দুর্ঘটনাকবলিত জাহাজটি থেকে জরুরী বার্তা পাঠানো হলে নৌ-বাহিনীর জাহাজ সাঙ্গু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবন্ত জাহাজ থেকে ১৪ জন নাবিক এবং ক্রুকে উদ্ধার কর। তবে ডুবে যায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫২টি কন্টেইনারসহ জাহাজটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.