বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাবি ছাত্রলীগের বিক্ষোভ

রাবি প্রতিনিধি: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ রবিবার বেলা ১১ টায় শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে  সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নের দোড়গোড়ায়। বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে যখন দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনি একটি মৌলবাদী মহল ,পাকিস্তানের প্রেতাত্মা একাত্তরের পরাজিত অশক্তি বিভিন্ন রূপ ধারণ করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা করে চলেছে।
ছাত্রলীগ সভাপতি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর এই অবমাননা কিছুতেই মেনে নিবে না। যেকোনো ক্লান্তিলগ্নে রাজপথে থেকে মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করতে আমরা প্রস্তুত। ছাত্রলীগ রাজপথে ছিল, রাজপথে আছে, রাজপথে থেকে সকল অপশক্তির বিরুদ্ধে সর্বদা দুর্বার আন্দোলন গড়ে তুলব বলেও হুশিয়ার করেন তিনি।
প্রতিবাদী এই বিক্ষোভে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ আলামিন, রাসেল, তৌহিদ মোরশেদ ,ফারুক হাসান, গোলাম সারওয়ার, কাজী লিংকন, যুগ্মসাধারণ সম্পাদক সরকার ডন, সাংগঠনিক সম্পাদক-মেহেদী হাসান মিশু, ইমতিয়াজ আহমেদ, উপ স্কুল বিষয়ক সম্পাদক-সোহাগ বিল্লাহ , কর্মী শাকিল কাবিরুজ্জামান, তামাম মেহেদি প্রমুখ সহ অর্ধশতাধিক ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে দূর্বৃত্তরা ভাঙচুর চালায়। এতে ভাস্কর্যের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.