বগুড়ায় ছুরিকাঘাতে আহত স্কুল ছাত্রের মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের মালতীনগরে প্রেমঘটিত কারণে ছুরিকাঘাতে আহত ওমর ফারুক (১৪) নামের নবম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত ওমর ফারুক জেলার গাবতলী উপজেলার হোসেনপুর গ্রামের মজিবর রহমানের পুত্র। তবে তারা মালতীনগর নামাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো। এছাড়া ওমর ফারুক মালতীনগর হাইস্কুলের শিক্ষার্থী ছিল।
এঘটনা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন বনানী ফাঁড়ির এস আই সাজ্জাদুর রহমান।
এসআই সাজ্জাদুর জানান, গত ১১ নভেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে মালতীনগর হাই স্কুল মাঠের পাশে এক গলিতে প্রেমঘটিত কারণে ওমর ফারুকের পেটে ছুরিকাঘাত করে একই স্কুলের দশম শ্রেণির ছাত্র হৃদয়। পরে গুরুতর আহত অবস্থায় ওইদিনই শজিমেক হাসপাতালে ওমর ফারুককে ভর্তি করানো হয়।
ভর্তির ৬দিন পর মঙ্গলবার সকাল সড়ে ১০টার দিকে ওমর ফারুকের মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছেন। তারা এঘটনায় মামলা দায়ের করবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.