বকশীগঞ্জে বন্যায় ঝুঁকিপূর্ণ মানুষের জন্য পূর্বাভাসমূলক পদক্ষেপ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বন্যায় ঝুঁকিপূর্ণ মানুষের জন্য পূর্বাভাসমূলক বিষয়ে অবহিতকরণ সভা বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় এবং ঢাকা আহসানিয়া মিশনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, ঢাকা আহসানিয়া মিশনের উপজেলা সমন্বয়কারী মিজানুল ইসলাম, সমন্বয়কারী সিলভী রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ।
সভায় জানানো হয় বকশীগঞ্জ উপজেলার বগারচর , মেরুরচর , সাধুরপাড়া, বকশীগঞ্জ সদর ইউনিয়নে দুই হাজার ২৩৭ টি উপকারভোগী পরিবারকে বন্যা পরবর্তীকালে বিকাশের মাধ্যমে চার হাজার ৫০০ টাকা করে প্রদান করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.