বকশীগঞ্জে প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পৌর এলাকায় প্রতিষ্ঠিত মালিরচর মৌলভীপাড়া দুস্থ,প্রতিবন্ধী কারিগরি শিক্ষালয় ও প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কোয়ালিটি অ্যান্সুরেন্স অফিসার মো. মঈনুল হোসেন ও জামালপুর সরকারি ভোকেশনান ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. আবুল হোসেন প্রতিষ্ঠানটির কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
তারা প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও বিভিন্ন ট্রেডের কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।
এসময় প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী পরিচালক খাইরুল ইসলাম, প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষক লাল মনি আক্তার, ম্যানেজিং কমিটির সভাপতি শামসুর রহমান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.