বগুড়া প্রতিনিধি: সারাদেশে অব্যাহত সাম্প্রদায়িক সহিংসতা বন্ধকরণ, এর সাথে জড়িতদের ও মদদদাতাদের গ্রেফতার এবং বিচারের দাবিতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বগুড়া শহরের সাতমাথায় জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সাতমাথা থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বগুড়া জেলা সংসদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও জেলা সংসদের সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কমিউনিস্ট পার্টি সদর উপজেলা কমিটির সভাপতি সন্তোষ কুমার পাল, টিইউসি বগুড়ার ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলি শেখ, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক সভাপতি ফিরোজ আক্তার পলাশ, সাবেক সভাপতি নাদিম মাহমুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা সংসদের নেতা পবিত্র কুমার মাহাতো, আকিব, নাইম, সুজয় কুমার পাল, জয় প্রমুখ।
এসময় সমাবেশে বক্তারা বলেন, “কুমিল্লাসহ সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলার দায় সরকার এড়াতে পারে না। হামলা ও লুটপাটের দায় সরকার, পুলিশ ও প্রশাসনকে নিতে হবে। কেবল হামলায় জড়িতদের গ্রেফতার করলে হবে না, এসকল ঘটনার পেছনের ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.