বকশীগঞ্জে দুস্থ প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের মালিরচর মৌলভীপাড়া দুস্থ, প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২৬০ পিস মাস্ক বিতরণ করা হয়েছে।

গততাল সোমবার ও আজ মঙ্গলবার বিভিন্ন ইউনিয়নের অসহায়,কর্মহীন ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে মাস্ক গুলো বিতরণ করেন ওই প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক খাইরুল ইসলাম।

জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিবন্ধী শিক্ষার্থীরা মাস্ক তৈরীর উদ্যোগ নেন।

মৌলভীপাড়া দুস্থ,প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন এলাকায় বিতরণের লক্ষ্যে ৩ হাজার ২০০ পিস মাস্ক তৈরি করেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ২৬০ পিস মাস্ক বিতরণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.