বকশীগঞ্জে ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে “বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যা কবলিত জনগোষ্ঠির দ্রুত পুনরুদ্ধার সহায়তা প্রশল্পের” অবহিতকরণ সভা আজ মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা ইউকে এইড ও ইউএন অপস এর আর্থিক সহায়তায়, কারিতাস বাংলাদেশ, ওয়াল্ড ভিশন, ক্রিশ্চিয়ান এইড কনসোর্টিয়াম এর সার্বিক সহযোগিতায় , বেসরকারি সংস্থা নিরাপদ এর কারিগরি সহযোগিতায় এবং ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে ওই অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে প্রকল্প অবহিতকরণ সভায় প্রকল্প সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ঢাকা আহছানিয়া মিশনের সিসি অ্যান্ড ডিআরআর কর্মসূচির হেড মো.জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলমগীর আজাদ, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, পিআইও হাসান মাহবুব খান, নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, প্রকল্প ব্যবস্থাপক সাজ্জাদুর রাব্বী, এরিয়া সমন্বয়কারী মাহফুজ আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, প্রকল্প কর্মকর্তা বিশ্ননাথ ঘোষ, পিও মিজানুর রহমান, পিও বুরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকল্পটি ১ অক্টোবর ২০২০ হতে ১৫ ফেব্রুয়ারী ২০২১ পর্যন্ত বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ও মেরুরচর ইউনিয়নে বেসরকারি সংস্থা ঢাকা আহছানিয়া মিশন বাস্তবায়ন করবে। এতে করে ইসদ অথ সহায়তা, স্বাস্থ্য সম্মত পায়খানা ও গৃহনিমাণ, গ্রামীণ অবকাঠামো মেরামত এবং নিরাপদ পানির প্রাপ্যতার সেবা প্রদানের মাধ্যমে প্রকল্প এলাকার অধিক বিপদাপন্ন জনগোষ্ঠির ঝুঁকি নিরসন, জীবন-জীবিকা, খাদ্য নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.