বকশীগঞ্জে মাস্ক ব্যবহার কারীদের ফুলেল শুভেচ্ছা উপজেলা প্রশাসনের! অর্থদন্ড ও বিনামূল্যে মাস্ক বিতরণ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং জনসাধারণকে মাস্ক ব্যবহারে উৎসাহ প্রদানের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ সহ মাস্ক ব্যবহারকারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে।
আজ মঙ্গলবার এই উদ্যোগের অংশ হিসেবে বকশীগঞ্জ পৌর শহরে মাস্ক ব্যবহারকারীদের উৎসাহ দিতে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা। এছাড়াও সামর্থ্য থাকা সত্ত্বেও যারা মাস্ক ব্যহবার করেন নি তাদেরকে মাস্ক ক্রয় করতে বাধ্য করেন এবং ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করেন ইউএনও মুন মুন জাহান লিজা এবং সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস।
মাস্ক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান এবং তারা ইউএনও’র কার্যক্রমকে সাধবাদ জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা বিটিসি নিউজকে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসন জিরো টলারেন্সে রয়েছে। মাস্ক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার জন্য সচেতনতা কার্যক্রম বৃদ্ধি সহ বিনামূল্যে মাস্ক বিতরণ ও জরিমানা আদায় কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.