বকশীগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার (১৩ মার্চ) বিকালে সরকারি গণগ্রন্থাগারে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
সাতভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইলমা জাহান ও সাধুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, মাজেদুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর সেলিম আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক আতাবুজ্জামান হেলাল, প্রধান শিক্ষক নাজমুন নাহার খানম, প্রধান শিক্ষক নাসরিন সুলাতানা, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।
মান সম্মত শিক্ষা অর্জন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.