বকশীগঞ্জে করোনা সংক্রমণ রোধে প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

প্রতিদিনের মত আজ মঙ্গলবারও তার ইউনিয়নের কামালের বার্ত্তী বাজার, গাজীরপাড়া বাজার, দাসের হাট, ধাতুয়া কান্দা বাজার ও বটতলা মোড়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালিয়েছেন।

সাধুরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে তিনি এই প্রচারণা চালান।
এ সময় হ্যান্ড মাইকের মাধ্যমে তিনি মানুষকে স্বাস্থ্য বিধি সম্পর্কে অনেক তথ্য প্রচার করেন।

একই সাথে মুখে মাস্ক ব্যবহার, ঘন ঘন সাবান-পানি দিয়ে হাত ধোয়া, হাঁচি কাঁশির সময় মুখ হাতের কুনুইয়ে রাখা , অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া সহ বিভিন্ন পরামর্শ দেন।

পাশাপাশি বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের বিকাল ৪ টার মধ্যে দোকান পাট বন্ধ রাখার অনুরোধ করেন তিনি।

শুধু প্রচারণায় তিনি হাট-বাজারের ব্যবসায়ী, পথচারী, শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবী মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.