বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিড্স প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন দপ্তরের সেবায় উপকারভোগীদের প্রবেশাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে সেবাদানকারী, মার্কেট এক্টর ও জনসংগঠনের নেতৃবৃন্দে সাথে মতবনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের সিড্স প্রকল্পের উদ্যোগে আজ মঙ্গলবার মেররুচর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংঘ সিড্স প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সময় বক্তব্য রাখেন মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চায়না বেগম, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের এসএএলও শহিদুল ইসলাম, মেরুরচর নতুনপাড়া তমিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু মিয়া, মেরুরচর উত্তরপাড়া দেলোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.