বকশীগঞ্জে বন্যা বিধ্বস্ত রাস্তা নির্মাণে অর্থ সহায়তা প্রদান


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সম্প্রতি বন্যায় বিধ্বস্ত বিলেরপাড়-গাজীরপাড়া বাজার রাস্তা নির্মাণের জন্য আজ মঙ্গলবার বিকালে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও তরুন রাজনীতিবিদ ব্যারিস্টার ছামির সাত্তারের ব্যক্তিগত তহবিল থেকে সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামের রাস্তাটি নির্মাণের জন্য নগদ ৩৩ হাজার টাকা প্রদান করা হয়।

ব্যারিস্টার ছামির সাত্তারের পক্ষে তার প্রতিনিধি খোকন আকন্দ সহ অন্যান্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হাতে নগদ অর্থ হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ছাইদুর রহমান, সাখাওয়াত হোসেন, মিজা সোহেল, জিসান হাবিব, হাজী কিংরাজ, তাইরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম.জামশেদ খোন্দকার এই রাস্তাটি নির্মাণের জন্য নগদ ২০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।

তবে রাস্তাটি পুরোপুরি সচল করতে হলে আরো অর্থের প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

বিলেরপাড় সহ কয়েকটি গ্রামের মানুষ গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সম্পূর্ণ মেরামত করতে স্থানীয় জনপ্রতিনিধি সহ বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.