ফ্রান্সে ছোট বিমান বিধ্বস্ত, নিহত-৩

(ফ্রান্সে ছোট বিমান বিধ্বস্ত, নিহত-৩–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের উত্তরাঞ্চলে গতকাল শনিবার (১২ জুন) একটি ছোট্ট ও হালকা বিমান বিধ্বস্ত হয়ে তিন জন প্রাণ হারিয়েছেন। ইঞ্জিনে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় প্রসিকিউটর কারোলে এটিইনে এ খবর জানিয়ে বলেছেন, চার আসন বিশিষ্ট রবিন এইচআর ১০০ বিমানটি উড্ডয়নের পর লিল শহরের কাছে ওয়ামব্রেশিতে এসে বিধ্বস্ত হয়। এ সময়ে এতে আগুন ধরে যায়।
দুর্ঘটনা তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ইঞ্জিনে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। বিমানটিতে চড়ে ২৯, ৫৩ ও ৬১ বছর বয়সী তিন আরোহী বেলজিয়াম যাচিছলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.