ফ্রন্ট লাইনের সেনাদের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইউক্রেনের মাইকোলাইভ অঞ্চল সফর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার অঞ্চলটিতে এ সফরে যান তিনি। এ সময় তিনি সেখানকার ফ্রন্ট লাইনের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।
নিজের অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মাইকোলাইভ অঞ্চল সফরের একটি ভিডিও পোস্ট করেছেন জেলেনস্কি।
ভিডিওতে খাকি টি-শার্ট পরিহিত জেলেনস্কিকে সেনাদের সঙ্গে সেলফি তোলার জন্য পোজ দিতে দেখা যায়। ওই জায়গাটি একটি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বলে প্রতীয়মান হয়েছে।
জেলেনস্কি বলেন, ‘আমাদের সাহসী মানুষেরা। তারা প্রত্যেকেই কাজ করছে। আমরা অবশ্যই জিতবো।’
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.