ফেনীতে বাসভবনে গ্যাস বিষ্ফোরণের ঘটনায় দগ্ধ মায়ের মৃত্যুর একদিন পর মেয়েরও মৃত্যু 

ফেনী প্রতিনিধি: ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের সফিক ম্যানশনে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মা মেহেরুন্নেসা লিপির (৪০) মৃত‌্যুর একদিন পর ছোট  মেয়ে হাফসাও (১৪) চলে গেলেন না ফেরার দেশে।
গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইউনিটে তিনি মারা যান।
নিহত মেহেরুন্নেসা (৪০) মাহফুজুল ইসলাম নামের এক দুবাই প্রবাসীর স্ত্রী। তার দুই মেয়ে ফারাহ ইসলাম (১৮) ও হাফসা ইসলাম (১৪)। তাদের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেন।
তিনি জানান,গত বুধবার (১০ মার্চ)দুপুরে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইউনিটে মা মেহেরুন্নেসা মারা যান। দগ্ধ ছোট মেয়ে হাফসা ইসলামের অবস্থা আশঙ্কাজনক ছিল। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনিও মারা যান।
এ ঘটনায় বড় মেয়ে ফারাহ ইসলামকে (১৮) রিলিজ দেওয়া হয়েছে।বর্তমানে তিনি ঢাকায় খালার বাসায় আছেন।
উল্লেখ‌্য যে, গত ৫ মার্চ রাত সাড়ে ১০টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের সফিক ম্যানশনের ৫ম তলায় লিকেজ হওয়া গ্যাসেভর্তি কক্ষে মশা মারার ইলেকট্রিক ব্যাটের স্পার্ক থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
 এতে মা ও দুই মেয়ে দগ্ধ হন।
বিস্ফোরণে মা ও দুই মেয়ের শরীরের অনেকাংশ পুড়ে যায়। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.