ফেনীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি:ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মমতাজ মিয়ারহাট এলাকার  প্রান্তিক জনপদের অসহায়-দরিদ্র মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’। আজ শনিবার(০৬জুলাই)দিনব্যাপী ধলিয়া ইউনিয়নের মমতাজ মিয়ার হাট এলাকার হক বাহাদুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ ও কমিশনার জয়নাল আবেদিন ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগীতায় উক্ত মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনী, সার্জারী, শিশু ও ডায়াবেটিস রোগের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক ২ হাজার ৮শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছেন।

চট্রগ্রাম বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাঃ হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের উপদেষ্টা সাংবাদিক বখতেয়ার মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম,পিপিএম, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি কম, ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ বিদান চন্দ্র সেন গুপ্ত, ফেনী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ফেনী জেলা সাধারণ সম্পাদক ডাঃ বিমল চন্দ্র দাস, প্রবীন সাংবাদিক ও ফেনী সেন্ট্রাল হাইস্কুলের পরিচালনা পর্ষদ সভাপতি নুরুল করিম মজুমদার, ধলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সি। স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের উপদেষ্টা মাহিনুর জাহান লাবনী, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সহায়ের সভাপতি মন্জিলা মিমি।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ এস এস আর মাসুদ রানা, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ রুবাইয়াত বিন করিম, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক দিদারুল আলম ভূঁঞা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃদেলোয়ার হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.