ভারতের গোবরডাঙ্গায় পুলিশ-বিজেপি সংঘর্ষে, আহত ৩০

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কভারতের গোবরডাঙ্গায় পুলিশ-বিজেপি সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সরকারি প্রকল্পের টাকা প্রভাবশালীর হাতে তুলে দেওয়ার (কাটমানি) প্রতিবাদে মিছিল করতে গেলে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, কাটমানি ইস্যুতে বিজেপির তরফ থেকে পৌরসভা অভিযান শুরু করলে পুলিশ বাধা দেয়। এসময় পৌরসভায় আসার ৩টি রাস্তা ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ।

কিন্তু একটি রাস্তা দিয়ে বিজেপির ৫০০ কর্মী মিছিল নিয়ে ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এতেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে।

এতে পুলিশের ২ সদস্যসহ বিজেপির ৩০ জন কর্মী আহত হয়। এরমধ্যে কয়েকজন মহিলাও রয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.