ফিলিস্তিনে ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তে বাধা দেবে যুক্তরাষ্ট্র : কমলা

(ফিলিস্তিনে ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তে বাধা দেবে যুক্তরাষ্ট্র : কমলা–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ফিলিস্তিনের পশ্চিমতীর ও গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রমে বাধা দেবে যুক্তরাষ্ট্র।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল বৃহস্পতিবার (০৪ মার্চ) এক ফোনালাপকালে তিনি এ আশ্বাস দেন। 
এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও একই সুরে কথা বলেন আইসিসির যুদ্ধাপরাধ তদন্ত নিয়ে। ক্ষমতাগ্রহণের পর নেতানিয়াহুর সঙ্গে প্রথমবারের মতো আলাপ হয় কমলার।
ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা চালানোর অভিযোগে আইসিসি গত বুধবার ইসরাইলের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা ঘোষণা করার পর থেকে নেতানিয়াহু বেশ চাপে আছেন।
যুদ্ধাপরাধের এ তদন্তকাজ সম্পূর্ণ স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আইসিসির প্রধান আইনজীবী ফ্যাতো বেনসৌদা।
এ বছরের ১৬ জুন আইসিসির প্রধান আইনজীবী ফ্যাতো বেনসৌদার স্থলাভিষিক্ত হবেন যুক্তরাজ্যের আইনজীবী করিম খান। (সূত্র: আল জাজিরা) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.