ফিলিস্তিনির গুলিতে ইসরাইলি সেনা নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিরোধপূর্ণ জেরুজালেমে শনিবার রাতে অস্ত্রধারীর ছোড়া গুলিতে নিহত হয়েছে একজন ইসরাইলি সেনা। আহত হয়েছে আরও দুইজন। জেরুজালেমের একটি সেনা চৌকিতে গুলি চালায় সেই অস্ত্রধারী।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, যে ফিলিস্তিনি এ হামলা চালিয়েছে তাকে খুঁজতে অভিযান চালাচ্ছে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷
পূর্ব তীরে দুইজন ফিলিস্তিনি তরুণ নিহত হওয়ার পর ইসরাইলি সেনাবাহিনীর ওপর গুলির ঘটনা ঘটেছে৷
তাছাড়া ইহুদিদের সুক্কোত উৎসব শুরু হওয়ার একদিন আগে জেরুজালেমে ইসরাইলি বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটল৷  এ উৎসবের সময় জেরুজালেমে জড়ো হয় হাজার হাজার ইহুদি৷
এদিকে ২০১৫ সালের পর এ বছর ইহুদিদের দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে৷ (সূত্র: দ্য নিউ আরব)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.