লুহানেস্কের গুরুত্বপূর্ণ শহরের বাইরে অবস্থান নিয়েছে ইউক্রেনের সেনারা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লুহানেস্কে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান সেরহি হাইদাই  জানিয়েছেন, ইউক্রেনের সেনারা লুহানেস্কের গুরুত্বপূর্ণ সাভাতোভ শহরের বাইরে অবস্থান নিয়েছে। তারা লুহানেস্কের আরও ভেতরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে৷
ইউক্রেনের সেনারা সেলমাকরিভা নামক একটি শহরের ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে৷ যেটি লুহানেস্ক থেকে মাত্র ২০ কি.মি দূরে অবস্থিত। সেরহি হাইদাই এ ছবির সত্যতাও নিশ্চিত করেছেন৷ 
সাম্প্রতিক সময়ে লাইমান ও দোনেৎস্কের কিছু অঞ্চল থেকে রুশ সেনাদের হটিয়ে দেওয়ায় লুহানেস্কের দিকে নজর দিতে পেরেছে ইউক্রেন৷
রাশিয়া গত মাসের শেষে দোনেৎস্ক, লুহানেস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে অধিগ্রহণ করে। এর মধ্যে শুধুমাত্র লুহানেস্ক পুরোপুরি দখল করতে সমর্থ হয়েছিল রুশ সেনারা। কিন্তু এখন লুহানেস্কের কিছু অঞ্চল থেকেও পিছু হটতে হচ্ছে তাদের৷ (সূত্র: সিএনএন)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.