ফসলের সাথে শত্রুতা \ শিবগঞ্জে বিষ প্রয়োগে ফসল নষ্ট


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোবারকপুর ইউনিয়নের ঢ্যালাচন্ডি মাঠে ৫২ শতক জমির ফসল আগাছা নাশক বিষ প্রয়োগে মেরে ফেলা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর দানিয়ালগাছি গ্রামের আবুল আলীর ছেলে মহবুল আলী ও কোহিনুর বেগম ৫২শতক জমিতে ডাল জাতীয় ফসল খেসারি’র চাষ করে।
মহবুল আলী অভিযোগ করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, তার নিকট আত্মীয় মকবুল তেলির সাথে দীর্ঘদিন থেকে উক্ত জমি নিয়ে বিরোধ চলে আসছিল এ অবস্থায় রাতের আধারে আগাছানাশক বিষ প্রয়োগ করে সম্পূর্ণ জমির ফসল নষ্ট করেছে।
চাষী মোসা: কোহিনুর বেগম জানায়, মোবারকপুর গ্রামের মকবুল তেলী মঙ্গলবার বিকেলে আমাকে হুমকি দিয়ে বলে এই জমি আমার। তোদের লাগানো ফসল ট্রাক্টর দিয়ে চাষ করে জমি আমার দখলে নেব। আমাকে হুমকি দেওয়ার পরের দিন রাত্রে তার দলবল নিয়ে আমাদের জমির ফসল আগাছানাশক প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে। আমরা আইনের মাধ্যমে এর বিচার দাবি করছি।
এ ব্যাপারে মোবারকপুর গ্রামের মকবুল তেলীর সাথে যোগাযোগ করা হলে বিষয়টি এড়িয়ে যান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.