প্রাণের সন্ধান চাঞ্চল্যকর শুক্র গ্রহে দাবি নাসার

 

ছবি Online

বিটিসি নিউজ ডেস্ক : সৌরমণ্ডলে একমাত্র গ্রহ পৃথিবী, যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। এতদিন বিজ্ঞানীরা বলে এসেছেন, সৌরজগতের বাইরে প্রাণের অস্তিত্ব থাকতেই পারে। এত অজুত-নিযুত নক্ষত্রমণ্ডলীর কোথাও না কোথাও থাকতেই পারে অন্য জীবজগৎ।

এবার জানা গেল, সম্ভবত ও প্রাণের অস্তিত্ব থাকতে পারে । কেননা সেই গ্রহের আকাশে যে অ্যাসিড-মেঘ দেখা যায়, সেখানেই এই প্রাণের চিহ্নের সম্ভাবনার কথা জানা গেছে। আর এই গবেষণায় সায় জানিয়েছে নাসাও।

জানা গেছে, গবেষণাপত্রটি অ্যাস্ট্রোবায়োলজি নামের জার্নালে প্রকাশিত হয়েছে। সেই গবেষণা থেকে জানা যাচ্ছে, শুক্রের মেঘ থেকে অ্যাসিড-বৃষ্টি হয়। মেঘের অন্যতম উপাদান সালফিউরিক অ্যাসিড। সেখানেই রয়েছে প্রাণ।

বিজ্ঞানীরা কালো দাগ দেখতে পেয়েছেন শুক্রের মরচে রংয়ের মেঘে । সেই দাগগুলি আসলে আলো শোষণকারী প্রাণীদের চিহ্ন বলেই মনে করা হচ্ছে। তবে এই প্রাণীরা নেহাতই আদ্যপ্রাণী। অর্থাৎ আণুবীক্ষণিক প্রাণী।

প্রসঙ্গত, শুক্রগ্রহে ২ বিলিয়ন বছর আগে পৃথিবীর কাছাকাছি অর্থাৎ প্রাণের পক্ষে অনুকূল পরিবেশ ছিল বলে বিজ্ঞানীরা অনুমান করছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.