প্রশান্ত মহাসাগরে ভূমিকম্প, সুনামির সতর্কতা জারী

(প্রশান্ত মহাসাগরে ভূমিকম্প, সুনামির সতর্কতা জারী–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ৭.৫ মাত্রার প্রবল ভূমিকম্প অনুভূত হয় প্রশান্ত মহাসাগরের দক্ষিণে। গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারী)’র এই ভূমিকম্পের কারণে বছরের শুরুতেই সুনামির আতঙ্কে অস্ট্রেলিয়া। সতর্কতা জারী করা হয়েছে উত্তর নিউজিল্যান্ডেও।
অস্ট্রেলিয়ান ব্যুরো অফ মেটারোলজি থেকে জানানো হয়েছিল ভূমিকম্পের ৫ ঘন্টার মধ্যেই সুনামি আছড়ে পড়তে পারে। ফিজি, নিউজিল্যান্ড ও ভানুয়াতুতে প্রায় ০.৩ মিটার থেকে এক মিটার উঁচু ঢেউ উঠতে পারে। জানা যায়, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল পূর্ব অস্ট্রেলিয়ার থেকে ৩৪০ মাইল দূরে। ভূমিকম্পের রেশ পৌঁছেছে উত্তর নিউজিল্যান্ডেও।
উত্তর নিউজিল্যান্ডে ইতিমধ্যেই সুনামির সতর্কতা জারী করেছে প্রশাসন। ভূ-তত্ত্ববিদ সুজীব কর জানিয়েছেন, অত্যাধিক সক্রিয় হয়ে উঠেছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। এই প্লেটের একেবারেই দক্ষিণে ভানুয়া ২ অঞ্চল।
সেই অঞ্চলটিই ভূমিকম্পের উৎসস্থল। ওই অঞ্চলে ইতিমধ্যেই ৬.২-র থেকে বেশী মাত্রায় আরও দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুধু তাই নয়, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট সক্রিয়তার কারণে দক্ষিণ এশিয়ার দ্বীপগুলিতে বারবার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.