প্রধান বিচারপতির মন্তব্যে প্রশ্নের মুখে সিবিআই

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল শুক্রবার কেন্দ্রীয় সংস্থার একটি অনুষ্ঠানে শীর্ষ আদালতের মাননীয় প্রধান বিচারপতি এন ভি রামানার সিবিআইকে প্রশ্নের মুখে ফেলে বলেন,সিবিআইকে সংযত ও নিরপেক্ষ হতে হবে সেই সাথে রাজনীতিবিদ ও আমলাদের সাথে ঘনিষ্ঠতা ত্যাগ করতে হবে।
এর আগে খোদ সুপ্রিম কোর্ট তাঁদের পর্যবেক্ষণে জানিয়েছিল ,সিবিআই কার্যত একটি খাঁচাবন্দি তোতাপাখি।
সাম্প্রতিককালে বিরোধীরা কয়েকটি ঘটনায় একেরপরএক অনাস্থা প্রকাশ করেছে।
এদিন সিবিআইয়ের ১৯তম ডিপিকোহলি মেমোরিয়াল লেকচারের বিষয় ছিল ‘ডেমোক্রেসি,রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ ইনভেস্টিগেটিভ এজেন্সিস’। এখানে এসে বক্তব্যের মাঝে তিনি তাঁর এই কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, সিবিআইয়ের মতন বেশকিছু কেন্দ্রীয় সংস্থা আমাদের দেশে আছে। মূলত সকলের কাজ প্রায় একই ধরনের। তাদের সবাইকেই এক ছাতার তলায় আনার আহবান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.