প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পরেই অসহায় আমেনারা পাকা ঘর পায় 

গাইবান্ধা প্রতিনিধি: মানবিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সেই আমেনা পেল পাকা ঘর। জানা যায়, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালী গ্রামের আমেনা বেগম স্বামী ছেলে নিয়ে বসবাস করেন পলিথিনের ঘরে-সংবাদটি সামাজিক মাধ্যমে প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই আমেনা বেগমকে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, সাদুল্লাপুরের সহায়তায় আমেনা বেগমের নিজ জমিতে আজ সোমবার (১১ জানুয়ারী) পাকা ঘর নির্মাণের ভিত্তি প্রস্তর করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
এসময় জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমেনা বেগমের হাতে এক মাসের খাবার, শীতবস্ত্র, ফল ও শুকনো খাবার তুলে দেন। এছাড়াও অতিদ্রুত বয়স্ক ভাতা প্রদানের ব্যবস্থা করার জন্য ইউএনও কে নির্দেশ প্রদান করেন।
আমেনা বেগম পাকাঘর পেয়ে আনন্দে কেঁদে ফেলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দুহাত তুলে দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সাদুল্লাপুর, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.