প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে ৮ লাখ টাকা দিলেন জলঢাকার মাধ্যমিকের শিক্ষকবৃন্দ

প্রতীকী ছবি
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে অসহায় মানুষকে সহায়তা দিতে নীলফামারীর জলঢাকা উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের একদিনের বেতন ৮ লাখ ৫৮ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে প্রদান করা হয়েছে।
উপজেলার ৭০টি স্কুল, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এই অর্থ প্রদান করেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক বলেন, বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আতঙ্কিত মানুষ।
বাংলাদেশে এই রোগ প্রতিরোধ এবং সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণ করার লক্ষ্যে শিক্ষামন্ত্রীর নির্দেশনায় উপজেলার স্কুল,কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতনের একদিনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়া হয়।
তিনি আরও বলেন, একদিনের মোট বেতনের সমপরিমাণ ৮ লাখ ৫৮ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে দেওয়া হয়েছে। আশা করি খুব দ্রুতই দেশের এ সংকট কেটে যাবে। আর করোনা প্রতিরোধে সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.