রাষ্ট্রপতি ভবনের মহিলার পজিটিভ রিপোর্টে আইসোলেশনে ১২৫ বাড়ি

কলকাতা প্রতিনিধি: সম্প্রতি রাষ্ট্রপতি ভবনের এক সাফাই কর্মীর পুত্রবধূর মা (কোভিড -১৯) এ আক্রান্ত হয়ে মারা যান ৷ শেষকৃত্যে ঐ স্যানিটেশন কর্মীর সমস্ত পরিবার হাজির থাকায় তাদের সরকারি পরিষেবায় আইসোলেশনে পাঠানো হয় ৷  অবশ্য তাদের সকলের কোভিডের পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল ৷ সূত্রের খবর বস্তুত উল্লেখ্য ঐ পরিবার রাষ্ট্রপতি ভবনের লাগোয়া

প্রাঙ্গণেই থাকে ৷

 
কিন্তু গতকাল সোমবার তাদের আবার পরীক্ষ হলে স্যানিটেশন কর্মীর পুত্রবধূর রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপরই আতঙ্ক ছড়ায় রাষ্ট্রপতি ভবনে। সেখানকার  ১২৫টি পরিবারকেই আইসোলেশনে রাখা হয়েছে। একই ব্লকের মধ্যে যেখানে ঐ আক্রান্তের হদিস মিলেছে, সেখানে ২৫ টি বাড়িতে কঠোর আইসোলেশনে রাখা হয়েছে। অন্যান্য বাড়ির লোকেরা শুধু নিত্য প্রয়োজনী জিনিস কিনতে বাইরে বেরতে পারবেন বলে জানানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.