লালমনিরহাটে জরিমানা করায় ভ্রাম্যমাণ আদালতে হামলার চেষ্টা! আটক-২

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলায় জনসমাগম ঠেকাতে একটি চায়ের দোকানে একাধিক ব্য‌ক্তিকে জরিমানা করায় ভ্রাম্যমাণ আদালতের উপর হামলার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সেখানে নেতৃত্ব দেওয়া ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, চর কুলাঘাট এলাকার মৃত মোকতার আলীর দুই ছেলে- মুছা মিয়া (৪০) ও হজরত আলী (২৮)।
গতকাল সোমবার (২০ এপ্রিল) রাত ৮ টার পর উপজেলার কুলাঘাট ইউনিয়‌নের ওয়াবদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, জনসমাগম ঠেকাতে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবীরের নেতৃত্বে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছিল। সেই সময় কুলাঘাট ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকায় চায়ের দোকান খোলা রেখে কয়েকজন ব্য‌ক্তি চা পান করছিলেন।
এ সময়, সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একাধিক ব্যক্তিকে ১০০ টাকা করে জরিমানা করে দোকান বন্ধ করে দেওয়া হয়।
এতে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে এবং ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালানোর চেষ্টা করে। পরে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বিক্ষুব্ধ লোকজনকে নেতৃত্ব দেওয়া দুই জনকে আটক করে পুলিশ।
লালমনিরহাট সদর থানার প‌রিদর্শক (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, পুলিশ বাদী হয়ে আটক ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.