প্রতিবিন্ধী ক্রিকেটার ইকবালের পাশে ফ্রিল্যান্সার ইমরুল কায়েস পান্থ


বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান মোঃ ইকবাল হোসেনের পরিবারকে নগদ অর্থ, খাদ্য ও পোশাক প্রদান করেছেন ছাত্রলীগ নেতা ফ্রিল্যান্সার ইমরুল কায়েস পান্থ।
গতকাল রবিবার বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মধ্যকালিকাবাড়ি গ্রামে ইকবালের বাড়িতে গিয়ে এই সহযোগিতা করেন তিনি।এসময় সাংবাদিক আলী আকবর টুটুল ও এসএস শোহান উপস্থিত ছিলেন।লকডাউনের মধ্যে ঈদের আগমুহুর্তে নগদ অর্থ, পোশাক ও খাদ্য সামগ্রী পেয়ে খুশি ইকবাল ও তার পরিবার।
ক্রিকেটার মোঃ ইকবাল হোসেন বলেন, একজন খেলোয়ার হিসেবে সরকারি কোন ভাতা বা সহযোগিতা না পাওয়ায় একধরণের মানবেতর জীবন যাপন করি আমরা। আজকে পান্থ ভাই যে সহযোগিতা করলেন এ জন্য আমি তার কাছে কৃতজ্ঞ।
ফ্রিল্যান্সার ইমরুল কায়েস পান্থ বলেন, বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত খবর সংবাদ দেখে ইকবালের আর্থিক দৈন্যতা ও অসহায়ত্বের কথা জানতে পারি। পরবর্তীতে সংবাদকর্মীদের সহযোগিতায় ইকবালের বাড়িতে এসে তাকে কিছু সহযোগিতা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।সমাজের অন্য বিত্যবানরাও এভাবে অসহায় মানুষের পামে এগিয়ে আসলে সবা পেট ভরে ভাত খেতে পারবে বলে দাবি করেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.