ফকিরহাটে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে আনুষ্ঠানিকভাবে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। গতকাল রবিবার দুপুরে ফকিরহাট উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।
এসময়, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান, ফকিরহাট উপজেলা খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসসহ ধান বিক্রেতারা উপস্থিত ছিলেন।এসময় কবিতারানী ঘোষ নামের এক কৃষানী ৫০ মন ধান বিক্রয় করেণ।
২০২১ সালের বোরো মৌসুমে ফকিরহাট উপজেলা থেকে ২৭ টাকা ধরে ১ হাজার ২‘শ ৯২ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, সারাদেশের মত ফকিরহাটেও সরকারের জারি করা নিয়ম অনুযায়ী খাদ্য শস্য সংগ্রহ করা হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না। ধান সংগ্রহের ক্ষেত্রে কোন অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.