প্যারিসে বিস্ফোরক বহন সন্দেহে ইরানের দূতাবাস ঘেরাও

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কেউ একজন বিস্ফোরক নিয়ে দূতাবাসে প্রবেশ করেছে, এমন খবরের পর ফরাসি পুলিশ শুক্রবার প্যারিসে ইরানের কনস্যুলেট ঘেরাও করে রাখে। পাশাপাশি তারা মিশনের অনুরোধে সেখানে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল বলে একটি নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে এএফপি।
সূত্র জানায়, ‘একজন প্রত্যক্ষদর্শী এক ব্যক্তিকে গ্রেনেড বা বিস্ফোরক বেল্ট নিয়ে প্রবেশ করতে দেখেছেন।’
কনস্যুলেট থেকে বিষয়টি দেখতে বলা হলে ফরাসি এলিট পুলিশ ইউনিট এখানে চলে আসে।
এএফপির এক সাংবাদিক বলেছেন, রাজধানীর ১৬ জেলায় কনস্যুলেটের আশপাশের পুরো এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে।
প্যারিস পরিবহন সংস্থা আরএটিপি অন এক্স-এ বলেছে, দুটি মেট্রো লাইন বন্ধ রাখা হয়েছে। লাইন দুটি কনস্যুলেটের কাছাকাছি স্টেশন দিয়ে চলে গেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.