পোপের সঙ্গে দেখা করতে রোমে জেলেনস্কি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে রোম সফরে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সফরে তিনি রাজনৈতিক নেতাদের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে।
ইতালির রাজধানীতে অবতরণ করার পর পর জেলেনস্কি টুইট লেখেন, ‘ইউক্রেনের জয়ের কাছাকাছি থাকায় এটি একটি গুরুত্বপূর্ণ সফর!’
বিবিসির খবরে বলা হয়, রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লার সঙ্গে দেখা করবেন জেলেনস্কি। পরে তিনি ভ্যাটিকান যাবেন।
ইউক্রেন রুশ অভিযান শুরুর পর শনিবার প্রথমবারের মতো প্রেসিডেন্ট জেলেনস্কি এবং পোপ ফ্রান্সিসের বৈঠক হবে। ২০২০ সালে শেষবার তাদের দেখা হয়েছিল।
জেলেনস্কির এই সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে রোমে। এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি রোমের আকাশকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘর্ষে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে ভ্যাটিকান প্রস্তুত রয়েছে বলে জানিয়ে আসছেন পোপ ফ্রান্সিস।
চলতি মাসের শুরুতে তিনি বলেছিলেন, যুদ্ধ শেষ করার জন্য একটি শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করছে ভ্যাটিকান। যখন এটি সর্বজনীন হবে, তখন তা নিয়ে কথা বলব। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.